সভাপতি পদপ্রার্থী সেলিম রেজা বললেন
আগামীতে দেশের অন্যতম সেরা সুপার মার্কেট হবে ‘কাব্যকস’

জিনান মাহমুদ :

শুক্রবার দিনব্যাপী কারওয়ান বাজার ব্যবসায়ী কল্যান সমিতির ২০২২-২০২৪ সালের নির্বাচন অনুষ্ঠিত হবে। আর নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন সংশ্লিষ্টরা। এদিকে, ভোট গ্রহণে নির্বাচনী সকল সরঞ্জামাদি হোটেল সুন্দরবন কেন্দ্রে প্রেরণ করা হয়েছে। এবারের নির্বাচনে স্বতন্ত্র সভাপতি পদপ্রার্থী হিসেবে ভোটারদের নজর কেড়েছেন বিশিষ্ট সমাজসেবক, শিল্পপতি মো. সেলিম রেজা। এর আগেও মো. সেলিম রেজা রাজধানীর কারওয়ান বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি কাব্যকস সুপার মার্কেটের সভাপতি হিসেবে সুনামের সাথে ৫ বছর দায়িত্ব পালন করেছিলেন। বাংলাদেশের অন্যতম পাইকারী ও খুচরা হার্ডওয়ার সামগ্রীর মার্কেট কাব্যকস এর দোকান মালিক ও ব্যবসায়ীদের দাবীর কারণে মো. সেলিম রেজা আবারও নির্বাচন করছেন।

জানা গেছে, নির্বাচনে ১৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সুন্দরবন হোটেলের ভোট কেন্দ্রে ইতোমধ্যে ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিলসহ সকল ধরণের নির্বাচনী সামগ্রী নিয়ে গেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আর তাদের নিরাপত্তার দায়িত্বে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এই নির্বাচনে তদন্ত কর্মকর্তা পদে লড়ছেন আরেক তরুণ প্রার্থী আবদুল মতিন শহিদ। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, মাকের্টের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কোথাও কোন কিছুর ঘাটতি নেই। আশা করছি, ভোটাররা উৎসবমূখর পরিবেশে ভোট দিয়ে তাদের পছন্দের যোগ্য প্রার্থীকে বেছে নেবেন। আমিও সকলের কাছে দোয়া চাই। তিনি আরো বলেন, ‘ইতিমধ্যে সংশ্লিষ্ট ভোট কেন্দ্রে ভোট গ্রহণের যাবতীয় সরঞ্জামাদি প্রেরণ করা হয়েছে। ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ নিয়োজিত থাকবে।’

 

সবশেষ রাতে, নিবার্চনকে ঘিরে কাব্যকস মার্কেটে ভোটার এবং প্রার্থীদের মাঝে আনন্দ উৎসব, জমজমাট আড্ডা আর প্রচার-প্রচারণা দেখা গেছে। নির্বাচনী আমেজে সভাপতি পদপ্রার্থী মো. সেলিম রেজাকে ঘিরে ভোটার, ব্যাবসায়ী এবং সাধারণ জনগণের আগ্রহ ছিলো লক্ষ্যনীয়। মো. সেলিম রেজার ছাতা মার্কার বাহারি রংয়ের পোষ্টার, ব্যানার, ফেস্টুন পুরো কারওয়ার বাজারকে আলোকিত করে রেখেছে। এমনকি তার ঘোষিত নির্বাচনী ইশতেহার নিয়ে আলোচনা ছিলো সবার মুখে মুখে। বিশেষ করে নামাজের জনস্য শীতাতপ নিয়ন্ত্রিত রুমের ঘোষনা ধর্মপ্রাণ মুসল্লিদের হৃদয়ে নাড়া দিয়েছে। তারা বলছেন, সেলিম রেজার মতো যোগ্য, দক্ষ, সৎ সাহসী এবং তরুণ নেতৃত্ব সামনে এলে কাব্যকস মার্কেট দেশ সেরা আলেকিত সুন্দর সুপার মার্কেটে পরিণত হবে।

এ প্রসঙ্গে মো. সেলিম রেজা বলেন, শুক্রবার হবে সাধারণ ভোটারদের বিজয়ের দিন। আমি নির্বাচিত হলে ব্যবসায়ী, মালিক, কর্মচারীসহ সকলকে নিয়ে মার্কেটের উন্নয়ন কল্পে কাজ করবো। কা্ব্যকস হবে দেশের অন্যতম অত্যাধুনিক মার্কেট। ইনশাআল্লাহ, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল ভোটার ছাতা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন।