অভিনেত্রী দেখলেন এক নগ্ন ব্যক্তি দাঁড়িয়ে !

হোয়াটসঅ্যাপ হ্যাক করার ঘটনা গত কয়েক দিন ধরেই সংবাদ শিরোনামে। ইজরায়েলি স্পাইওয়্যারের শিকার ভারতের বহু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী। এরই মধ্যে চাঞ্চল্যকর ঘটনার কথা সামনে আনলেন মুম্বইয়ের এক টেলি অভিনেত্রী তেজস্বী প্রকাশ।

অভিনেত্রীর অভিযোগ তাঁর হোয়াটসঅ্যাও ব্যবহার করে কেউ অশ্লীল ভিডিও চ্যাট করছে তাঁরই বন্ধু-বান্ধবদের সঙ্গে। ইন্ডাস্ট্রিতে থাকা তেজস্বীর বন্ধুরাই অভিনেত্রীকে সেকথা জানিয়েছেন।

তেজস্বী জানান, প্রথমে তাঁর হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কনটাক্টে থাকা অন্যান্য বন্ধুদের সঙ্গে কথাবার্তা চালানো হচ্ছে, যা দেখে বোঝার উপায় নেই যে সেটা তেজস্বী নন। এরপরই একটি লিংক যাচ্ছে তেজস্বীর নম্বর থেকে। বলা হচ্ছে, সেই লিংক থেকে একটা কোড আসবে যা হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। তেজস্বী ভেবে তাঁর বন্ধুরা অনেকেই কোডটি পাঠিয়েছেন। কিন্তু এরপরই একটি ভিডিও কল যাবে। সেই কল রিসিভ করলেই দেখা যাচ্ছে এক ব্যক্তি অশ্লীল কার্যকলাপ করছে।

অভিনেত্রী Colors TV-র একটি এপিসোডের শ্যুটিং করছিলেন। অনেক লোকজনের মাঝে দাঁড়িয়েছিলেন, সেইসময় তাঁর কাছে ভিডিও কল আসে। সেই ফোন রিসিভ করেই তিনি দেখেন এক ব্যক্তি নগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে। করিশ্মা তান্না, তানিয়া শর্মা সহ একাধিক অভিনেত্রী এই অভিজ্ঞতার শিকার।

ইতিমধ্যেই সাইবার ক্রাইম সেলে অভিযোগ জানিয়েছেন তেজস্বী। সেখান থেকে থানায় অভিযোগ জানাতে বলা হয়েছে। তেজস্বীর সহ অভিনেতা অসীম গুলাটির হোয়াটসঅ্যাপও হ্যাক করা হয়েছে।